সমস্ত প্রশংসা মহান স্রষ্টার। যিনি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং সৃজনী ক্ষমতা দান করেছেন এবং কলম দিয়ে মানুষকে অজানা বিষয় শিক্ষা দিয়েছেন। তাইতো শিক্ষা ব্যক্তি ও জাতির আশা-আকাঙ্ক্ষা রুপায়নের ও ভবিষ্যত নির্মানের হাতিয়ার। মননশীল জীবন যাপন ও সমাজের অগ্রগতি আনয়নে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা মানুষকে পরিপূর্ণ জীবনের অধিকারী করে তোলে। শিক্ষা মানুষকে মূল্যবোধ ও নৈতিকতা অর্জন করায়, ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা, ভালমন্দ জানতে সহায়তা করে এবং সেই সঙ্গে কর্তব্য জ্ঞান, শৃঙ্খলা, শিষ্টাচার, সহমর্মিতা, মানবিকতা ইত্যাদি গুণের অধিকারী করে তোলে। দেশ ও সমাজের সামগ্রিক কল্যাণ ও অর্থনৈতিক অগ্রগতির জন্য দক্ষ, উৎপাদন ক্ষম জনশক্তি গড়ে তোলার দায়িত্ব শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের।
মানসম্মত আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও বাস্তবধর্মী বিদ্যাশিক্ষা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক, সমাজ সচেতন, দেশপ্রেমিক এবং স্ব-স্ব ক্ষেত্রে দক্ষ ও সুযোগ্য নেতৃত্বদানের গুণাবলী সম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে ১৯৮৭ সালে বিকেএসপি সংলগ্ন জিরানী এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে বিকেএসপি পাবলিক স্কুল। বিদ্যালয়টির সার্বিক অবকাঠামো, দক্ষ পরিচালনা পর্ষদ, শিক্ষাবান্ধব পরিবেশ শিক্ষার্থীদের সুষম এবং সর্বতোমুখী বিকাশের জন্য অণুকুল। এছাড়াও ফলপ্রসূ শিক্ষাদানের ও শিক্ষার্থীর সুন্দর সম্ভাবনাকে প্রস্ফুটিত করার জন্য প্রতিষ্ঠানটি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষাকে আরও প্রতিশ্রুতিযুক্ত, বাস্তবমুখী ও যুগোপযোগী করার লক্ষ্যে ক্লাসরুমগুলো ঢেলে সাজানো, মাল্টিমিডিয়া সংযুক্তকরন, পাঠ্যসূচী গুলো ডিজিটাল কন্টেন্টে রূপান্তর, ল্যাবরোটরি ও লাইব্রেরি স্থাপন, অডিটোরিয়াম তৈরি, এক্সট্রা-কারিকুলাম/ক্লাব এক্টিভিটিজ বৃদ্ধি সহ লিডারশীপ, সোশ্যাল ওয়ার্ক ও খেলাধুলার পরিবেশ তৈরির কাজ চলমান রয়েছে। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর বিশেষ যত্ন ও আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা সত্যিকারের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই লুকানো রয়েছে প্রতিভা ও অফুরন্ত সম্ভাবনা। মানসম্পন্ন শিক্ষা ব্যতিত এই লুকানো প্রতিভাকে বিকশিত করে জীবন যাত্রার মানোন্নয়ন, অথনৈতিক প্রবৃদ্ধি, সুশাসন, শক্তিশালী পাবলিক প্রতিষ্ঠান ও সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার ক্ষেত্রে অন্য কোন বিকল্প নেই। পরিশেষে, বিকেএসপি পাবলিক স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে যে সকল শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ যুক্ত ছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার ধারক ও বাহক হয়ে অত্র প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হয়ে স্বপ্নের সমান বড় হোক সৃষ্টিকর্তার কাছে এ প্রার্থনাই রইল।
Working ours
© Copyright 2020 , All Rights Reserved
Powered by ODHYYON, A product of ADDIE Soft Ltd.