মেজর মোঃ কামরুল হাসান, পিএসসি (অবঃ) বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরের একজন কর্মকর্তা ছিলেন, যিনি ১৯৭৬ সালের ০৯ ই নভেম্বর পাবনা জেলার অন্তর্গত সাঁথিয়া উপজেলার, আতাইকুলা থানার এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম আবু হানিফ (মৃত), মাতা হাজেরা খাতুন। ৮ ভাই-বোনের মধ্যে তিনি ৩য়। নিজ গ্রামে প্রাথমিক ও নাটোরের রাজাপুর উচ্চ বিদ্যালয় হতে নিম্ন-মাধ্যমিক সম্পন্ন করে তিনি ঈশ্বরদির সাড়া মারোয়ারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এস.এস.সি এবং ১৯৯৪ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন। অতঃপর তিনি ১৯৯৭ সালে সেনাবাহিনীর ক্যাডেট প্রশিক্ষণ চলাকালীন মিলিটারি একডেমি হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এসসি সম্পন্ন করেন এবং ২০১০ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এর অন্তর্ভুক্ত মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে বি.এসসি ইঞ্জিনিয়ারিং (ইইসিই) সম্পন্ন করেন। তিনি ২০১৬ সালে একই ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ থেকে মিলিটারি স্টাডিজ এ এম.এসসি সম্পন্ন করেন। মেজর মোঃ কামরুল হাসান, পিএসসি (অবঃ) ১৯৯৭ সালের ১২ জুন বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরে ২ লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন এবং ২০২১ সালের ৫ ফেব্রুয়ারী স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। চাকুরি কালীন তিনি দেশে/বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট, সদর দপ্তর ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীর বাইরে তিনি ২ টি জাতিসংঘ মিশন, সচিব- মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজ, সাভার সেনানিবাস এবং পাসপোর্ট অধিদপ্তরের ই-পাসপোর্ট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ব্যাক্তিগত ও পেশাগত জীবনে তিনি লাইবেরিয়া, ঘানা, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, আইভরি কোস্ট, ইন্ডিয়া, সৌদি আরব, মালয়েশিয়া, সিংগাপুর, ইথিওপিয়া, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম ইত্যাদি দেশে একাধিকবার ভ্রমণ করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ, রাওয়া ও বর্গা লিমিটেড এর সদস্য। ইংরেজি ও আরবি ভাষায় তার কর্মদক্ষতা আছে।
Working ours
© Copyright 2020 , All Rights Reserved
Powered by ODHYYON, A product of ADDIE Soft Ltd.