ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশীদুল হাসান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ৬ মার্চ ২০১৯ তারিখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে যোগদান করেন। ব্রিগেডিয়ার জেনারেল মো: রাশীদুল হাসান ১৯৯২ সালের ০৯ জুন বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক পল্টনে কমিশন লাভ করেন এবং সেনাবাহিনীর একজন চৌকস কর্মকর্তা হিসাবে অসামান্য পেশাদারিত্ব ও দক্ষতার সাথে বিভিন্ন কমান্ড, স্টাফ ও ইন্সট্রাকশনাল এপয়েন্টমেন্টে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমাণ্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর থেকে ২০০৬ সালে ডিফেন্স স্টাডিজ বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেন এবং মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ২০১৪ সালে “আর্মড ফোর্সেস ওয়ার কোর্স” সম্পন্ন করেন। ব্রিগেডিয়ার জেনারেল মো: রাশীদুল হাসান সামরিক পেশাদারিত্ব ও দক্ষতা অর্জনের পাশাপাশি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে ডিসটিঙ্কসনসহ এম.বি.এ ডিগ্রি অর্জন করেন। তিনি সমতল ভূমিতে ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় কাউন্টার ইমারজেন্সী অপারেশনে নিয়োজিত ৮ম বাংলাদেশ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন কমান্ড করেন এবং তাঁর দক্ষ নেতৃত্বের স্বীকৃতিসরুপ ঐ সময়ে উক্ত ব্যাটালিয়ন “রেজিমেন্টাল স্টান্ডার্ড” অর্জন করে। ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশীদুল হাসান জাতিসংঘ মিশন এর অংশ হিসেবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক-এ চরম নাজুক ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে একটি “অপারেশনাল মেকানাইজড কন্টিনজেন্ট” কমান্ড করেন এবং পরবর্তীতে একটি পদাতিক ব্রিগেড-এ ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল মো: রাশীদুল হাসান ভারতের নিউ দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন ও মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে M.Phil ডিগ্রী অর্জন করেন। খেলাধুলার প্রতি তিনি যথেষ্ট অনুরাগী এবং একজন passionate গলফার।
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশীদুল হাসান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ৬ মার্চ ২০১৯ তারিখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে যোগদান করেন। ব্রিগেডিয়ার জেনারেল মো: রাশীদুল হাসান ১৯৯২ সালের ০৯ জুন বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক পল্টনে কমিশন লাভ করেন এবং সেনাবাহিনীর একজন চৌকস কর্মকর্তা হিসাবে অসামান্য পেশাদারিত্ব ও দক্ষতার সাথে বিভিন্ন কমান্ড, স্টাফ ও ইন্সট্রাকশনাল এপয়েন্টমেন্টে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমাণ্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর থেকে ২০০৬ সালে ডিফেন্স স্টাডিজ বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেন এবং মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ২০১৪ সালে “আর্মড ফোর্সেস ওয়ার কোর্স” সম্পন্ন করেন। ব্রিগেডিয়ার জেনারেল মো: রাশীদুল হাসান সামরিক পেশাদারিত্ব ও দক্ষতা অর্জনের পাশাপাশি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে ডিসটিঙ্কসনসহ এম.বি.এ ডিগ্রি অর্জন করেন। তিনি সমতল ভূমিতে ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় কাউন্টার ইমারজেন্সী অপারেশনে নিয়োজিত ৮ম বাংলাদেশ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন কমান্ড করেন এবং তাঁর দক্ষ নেতৃত্বের স্বীকৃতিসরুপ ঐ সময়ে উক্ত ব্যাটালিয়ন “রেজিমেন্টাল স্টান্ডার্ড” অর্জন করে। ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশীদুল হাসান জাতিসংঘ মিশন এর অংশ হিসেবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক-এ চরম নাজুক ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে একটি “অপারেশনাল মেকানাইজড কন্টিনজেন্ট” কমান্ড করেন এবং পরবর্তীতে একটি পদাতিক ব্রিগেড-এ ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল মো: রাশীদুল হাসান ভারতের নিউ দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন ও মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে M.Phil. ডিগ্রী অর্জন করেন। খেলাধুলার প্রতি তিনি যথেষ্ট অনুরাগী এবং একজন passionate গলফার।
Working ours
© Copyright 2020 , All Rights Reserved
Powered by ODHYYON, A product of ADDIE Soft Ltd.